রবিবার রাতে বিধ্বংসী আগুনে দাউদাউ করে জ্বলে উঠল শেওড়াফুলির চটের কারখানাট। রাত ৯ টা ১৫ নাগাদ আগুন লাগে, তারপরেই ছড়িয়ে পড়ে আগুন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
ঘটনাস্থান শেওড়াফুলির (Sheoraphuli) ছাতুগঞ্জ। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত সেই আগুন এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। ছ’টি কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। এলাকায় দমকলের বেশ ক'টি ইঞ্জিন পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
মাঝরাতে তুলোবোঝাই লরিতে আগুন বনগাঁয়, দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে এল লেলিহান শিখা
সূত্রের খবর, রাত আটটা নাগাদ সবার প্রথম আগুন লাগে একটি লাড্ডু ও চাউমিন কারখানায়। সেই আগুন ছড়িয়ে পড়তেই আগুনের কবলে চলে যায় আরও ছয়টি কারখনা। এরপর রাত দশটা নাগাদ খবর মেলে একটি চটের গোডাউনে আগুন ধরে গিয়েছে। সেই সময় আগুন নেভাতে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।