সামর্থের ফারাক থাকে, তাই জাঁকজমক খাওয়া দাওয়া, আয়জনে তারতম্য থাকে। তবে আমাদের দেশে, বিশেষ করে উত্তর ভারতে বিয়ে (Wedding Ceremony) মানেই এখনও অধিকাংশ ক্ষেত্রে 'বিগ ফ্যাট ওয়েডিং'। আগামী ১৪ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর বিয়ের মরশুম (Wedding Season)। মাত্র একমাসেই ২৫ লক্ষ বিয়ে হবে উত্তর ভারতে। আর তাতেই, বিপুল অঙ্কের ব্যবসা হবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
'দেখতে কেমন', ভারতের বিয়ের বাজার এখনও মশগুল এই প্রশ্নেই
কোভিড বিধি মেনে বিয়ের মতো অনুষ্ঠান জমায়েতে এখনও সর্বোচ্চ অতিথি সংখ্যা বেঁধে দিয়েছে বেশ কিছু রাজ্য। অধিকাংশ রাজ্যে তা ২৫০, দিল্লিতে ২০০, এনসিআর এ অনুষ্ঠানের স্থান অনুযায়ী ৫০ শতাংশ অতিথির সমাগমের অনুমতি রয়েছে।
ট্রেডার অ্যাসোসিয়েশন CAIT -এর হিসেব বলছে মাত্র একমাসেই ৩ লক্ষ কোটির টাকার ব্যবসা হবে বিয়ের মরশুমে, এর মধ্যে দিল্লিতেই ৫০ হাজার কোটি।