মারণ রোগ ক্যানসারে(Cancer) আক্রান্ত হয়েছেন দু,দু-বার । দ্বিতীয়বার তো আরও মারাত্মকভাবে তাঁর শরীরে বাসা বেঁধেছে কর্কট রোগ । কিন্তু হার মানেননি তিনি । আর এই অদম্য মনের জোর আর ভরপুর প্রাণশক্তি নিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা(Aindrila Sharma) । বুধবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী(Sabyasachi Chowdhury) ।
সব্যসাচী জানিয়েছেন, ডিসেম্বরের শেষ পর্যন্ত ঐন্দ্রিলার চিকিৎসা চলবে । চিকিৎসকরা জানিয়েছেন, এই মাসটা কেমোথেরাপি নিতে হবে ঐন্দ্রিলাকে ।
এদিন, ঐন্দ্রিলার তিনটে ছবির কোলাজও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সব্যসাচী । একটা ছবিতে ঐন্দ্রিলার মাথায় লম্বা চুল আর বাকি দুটোতে অভিনেত্রীর অসুস্থতার ছবি । এক বছরের মধ্যে ঐন্দ্রিলার জীবন কীভাবে ওলট-পালট হয়ে গিয়েছে, তা এই ছবির কোলাজ না দেখলে বোঝা যাবে না । সব্যসাচীর কথায়, "এক বছরের মধ্যে যে মানুষের জীবন কিরূপে তালগোল পাকিয়ে যেতে পারে তা নিচের তিনটি ছবি দেখলেই বুঝবে। প্রথমটি ১৩ই ফেব্রুয়ারি ওদের শুটিংয়ে তোলা, পরেরটি জুন মাসে, অস্ত্রোপচারের পর আর শেষেরটি গত মাসে আমার জন্মদিনে ।"
সব্যসাচী জানিয়েছেন, অস্ত্রোপচারে ঐন্দ্রিলার শরীর থেকে বাদ গেছে অর্ধেক ফুসফুস, হৃদপিণ্ডের ছাল অর্থাৎ পেরিকার্ডিয়াম এবং ডায়াফ্রামের একাংশ । ওজন অনেকটাই বেড়েছে । এখন সুস্থের পথে তিনি । ঐন্দ্রিলা সব্যসাচীকে জানিয়ে দিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে পরের বছরই ফের ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি ।
ঐন্দ্রিলার শরীরে রোগ আসলে জিনগত আর এই রোগের বিরুদ্ধে লড়াই তাঁর রক্তে । পোস্টে শুধু ঐন্দ্রিলা নয়, তাঁর মায়ের লড়াইয়ের গল্পও শোনালেন সব্যসাচী । ঐন্দ্রিলার মা শিখা শর্মাও দুবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন । তবে মনের জোরে তিনি এখন সম্পূর্ণ সুস্থ ।