শুক্রবার ভোররাতে দঃ ২৪ পরগণার বাসন্তীতে আচমকা ভাঙনের শিকার হন বাসিন্দারা। রাধাবল্লভপুর গ্রামের প্রায় ২৯টি বাড়ি নদীগর্ভে চলে যায়। বাসন্তীর হোগোল নদীর গ্রাসে সর্বস্বান্ত হয়ে এখন দিশেহারা ঐ পরিবারগুলি। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় যান বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মন্ডল। শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ।
লাগাতার বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ইতিমধ্যেই প্লাবিত রাজ্যের উপকূলবর্তী জেলার একাংশ। আরামবাগের বন্যা পরিস্থিতি ঘুরে দেখে এসে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার রাজ্যের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় দফায় দফায় ভূমিধ্বসের কারণে আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।