বিবি ইন্সটাগ্রামে মিয়াঁর ছবি পোস্ট করেছেন। এ তো আনন্দের কথা। এ নিয়ে এত অস্বস্তি কেন? আহা! ছবি যদি সকাল বেলার লুকনো ঘুমের হয়? শুটিং এ বেরনোর পরই হয়তো গাড়িতে একটু সবাইকে আড়াল করে ঘুমিয়ে নিচ্ছিলেন রনভির। চোখের ওপর নামানো হুডি। আর সেই ছবিই কোন ফাঁকে তুলে নিয়ে ইন্সটায় পোস্ট করে দিলেন দীপিকা। ক্যাপশনে লিখলেন, "মাই মর্নিং ভিউ"।
ছবি দেখে চূড়ান্ত অস্বস্তিতে রনভির। এমন ভাব, যেন ধরা পড়ে গেছেন। নিতান্তই লাজুক ভাবে স্ত্রীকে লিখলেন, "তুমি পারোও'। আর মিয়াঁ বিবির খুনসুটিতে মন ভালো হয়ে গিয়েছে দীপভিরের অনুরাগীদের।