দীপিকা পাদুকোনের জনপ্রিয় গান ঘুমরের সঙ্গে নাচলেন দীপিকারই স্বামী রনভির সিং। কিন্তু দীপিকার সঙ্গে নয়, অন্য কারো সঙ্গে। ব্যাপারখানা কী?
সম্প্রতি কালারস এ একটি কুইজ শো হোস্ট করছেন রনভির। শোয়ের নাম দ্য বিগ পিকচার। শোয়ের জনপ্রিয়তা এখনও মূলত রনভিরের সহজ, সাবলিল সঞ্চালনার জন্যই। প্রতিযোগীদের সঙ্গে খুব সুন্দর ভাবে মিশে যান রনভির।
সম্প্রতি এক রাজস্থানি প্রতিযোগীর সঙ্গে একটি গানে নাচতেও দেখা গেছে দীপিকার স্বামীকে। হ্যাঁ, সিনেমায় দীপিকাও এটির সঙ্গেই নেচেছিলেন। ঘুমর।