কয়েকদিন আগেই বলিউডের গুঞ্জনে শোনা গিয়েছিল বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা নাকি বিয়ে করতে চলেছেন। অবশেষে জানা গেল বুধবারই চণ্ডীগড়ে বিয়ে করছেন রাজকুমার রাও এবং পত্রলেখা (Patralekhaa Mitra)। তবে নিজেদের বিয়ের খবরকে একেবারেই খবরের শিরোনামে আনতে চাননি রাজকুমার।
চণ্ডীগড়েই ছিমছাম ভাবে বিয়ে করছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। অতিথিদের তালিকায় রয়েছেন বলিউডের হাতেগোণা কয়েকজন তারকা।
দীপাবলির দিন চুপিসারেই বাগদান সারলেন ভিকি-ক্যাটরিনা !
দীর্ঘ দশ বছরের প্রেম প্রায় রাজকুমার-পত্রলেখার। প্রথম দেখা সিটি লাইটস এর সেটে, আলাপ গড়ায় প্রণয়ে।
সমান্তরাল ছবিতে রাজকুমারের অভিনয় বলে দেয়, তিনি ছক ভাঙতে জানেন। ঠিক একই ভাবে শোনা যাচ্ছে নাকি বিশেষ দিনে ছক ভাঙা এক উপহার দিচ্ছেন মনের মানুষকে, নিজের কাছে জমিয়ে রাখা একগুচ্ছ প্রেমপত্র।