দীর্ঘ প্রতীক্ষার অবসান । নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী(Raj Chakraborty) পরিচালিত 'ধর্মযুদ্ধ'(Dharmajuddho) । গত বছরের এপ্রিল মাসে ছবি মুক্তির কথা ছিল । কিন্তু করোনা(Corona) পরিস্থিতির জেরে বারবার ছবি মুক্তির দিন পিছিয়েছে । অবশেষে পরের বছর ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি ।
বৃহস্পতিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন শুভশ্রী(Subhashree Ganguly) । ছবির নতুন পোস্টার শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘ধর্মের লড়াই নাকি বেঁচে থাকার লড়াই? ২১শে জানুয়ারি, ২০২২ ‘ধর্মযুদ্ধ’ আসছে বাংলার সমস্ত প্রেক্ষাগৃহে ।’ ‘পরিণীতা’ ছবির পর 'ধর্মযুদ্ধ'-এ ফের চেনা ছক ভেঙেছেন শুভশ্রী ।
আরও পড়ুন, Rakhi Sawant Birthday: বলিউডে বিতর্কের খনি যিনি, আজ সেই রাখি সাওয়ান্তের ৪২ বছরের জন্মদিন
ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ, ধর্ম নিয়ে রাজনীতিই এই ছবির প্রেক্ষাপট । শুভশ্রী ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন সপ্তর্ষি মৌলিক, সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র । গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন স্বাতীলেখা সেনগুপ্ত । তবে, তাঁর জীবদ্দশাতে ছবিটি আর মুক্তি পেল না । তবে তিনি কাজের মাধ্যমে অবশ্যই জীবিত থাকবেন ।
ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির গল্প লিখেছেন রাজ চক্রবর্তী এবং পদ্মনাভ দাশগুপ্ত ।