সিনেমার পর, এবার ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করতে চলেছেন রাইমা সেন(Raima Sen) ও বিক্রম চট্টোপাধ্যায়(Bikram Chatterjee) । জি ফাইভে(Zee 5) আসছে তাঁদের নতুন ওয়েব সিরিজটি । পরিচালক সায়ন্তন ঘোষাল । যদিও সিরিজ়ের নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে ।
ওয়েব সিরিজে মনস্তত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে । সিরিজটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার । মানসিক সমস্যার শিকার হয় একটি মেয়ে । তার সাহায্যে এগিয়ে এক মনস্তত্ত্ববিদ । কিন্তু, এই মনের অসুখের পিছনে থাকছে রহস্যের গন্ধ । মেয়েটির চরিত্রে দেখা যাবে রাইমাকে ।
আরও পড়ুন, Sara Ali Khan : নিজের সয়ম্বরে ভিকি কৌশল ও রণবীর সিংকে দেখতে চান সারা ! দেখুন ভিডিও...
এর আগে ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রাইমা ও বিক্রম । এই প্রথম একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবেন । নতুন বছরেই শুরু হবে ওয়েব সিরিজের শুটিং ।