মাথায় টাক, মুখে হালকা দাড়ি । বোঝাই যাচ্ছে বয়স হয়েছে তাঁর । পরনে লুঙ্গি আর মলিন লাল-সাদা চেকের একটি টি-শার্ট । তিনি বসে রয়েছেন একটি পুকুর ঘাটে । ঠোঁটে লেগে রয়েছে একটা হালকা হাসি । নিজের এরকমই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee) । কিন্তু, হঠাৎ এরকম বেশ কেন প্রসেনজিতের ?
তার উত্তরও প্রসেনজিৎ নিজেই দিয়েছেন । এটা আসলে তাঁর আসন্ন ছবি 'আয় খুকু আয়'-এর লুক । অন্যদিকে, দিতিপ্রিয়ার(Ditipriya Roy) লুকের ছবিও শেয়ার করেছেন প্রসেনজিৎ । সেখানেও রয়েছে চমক । এলোমেলো চুল, পোশাকেও বাহুল্য নেই একেবারেই । অত্যন্ত সাদামাটা লুক দেওয়া হয়েছে দিতিপ্রিয়াকে ।
Prasenjit-Ditipriya: বাবা-মেয়ের গল্প নিয়ে বড় পর্দায় প্রসেনজিৎ-দিতিপ্রিয়া
'সুইজারল্যান্ড' ছবির সাফল্যের পর পরিচালক শৌভিকের পরবর্তী ছবি 'আয় খুকু আয়' । বাবা-মেয়ের গল্প বলবে এই সিনেমাটি । আর এই বাবা-মেয়ের চরিত্রেই অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় । টলিউডের আরেক সুপারস্টার জিত্-এর সংস্থা ফিল্মওয়ার্কস প্রযোজনা করছে এই ছবি।