স্যারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা-বাবা হলেন প্রীতি(Priety Zinta) এবং তাঁর স্বামী জেনে গুডএনাফ (Gene Goodenough) । দুই সন্তানের নাম জয় এবং জিয়া । বৃহস্পতিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা ।
ইনস্টাগ্রামে স্বামী জেনে গুডএনাফ-এর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন প্রীতি । ক্যাপশনে যমজ সন্তানের মা-বাবা হওয়ার খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন । সেইসঙ্গে এই যাত্রায় তাঁদের পাশে থাকার জন্য সমস্ত চিকিৎসক নার্স ও সারোগেটকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী ।
প্রীতি লেখেন, 'আমি সকলের সঙ্গে একটি দারুণ খবর ভাগ করে নিতে চাই । আমি আর জেনে অনেকটা ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুই সন্তান জয় জিন্টা গুডএনাফ (Jai Zinta Goodenough) ও জিয়া জিন্টা গুডএনাফকে(Gia Zinta Goodenough) আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি ।'
আরও পড়ুন, Srijit Mukherji : এবার বাঘের গল্প বলবেন সৃজিত, শুরু হল 'শেরদিল' সিনেমার শুটিং
২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি লস এঞ্জেলেসে জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিন্টা । বিয়ের পর থেকে লস এঞ্জেলেসেই রয়েছেন অভিনেত্রী । শুধু প্রীতি নয়, বহু বলিউড তারকাই স্যারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানকে স্বাগত জানিয়েছেন । এই তালিকায় রয়েছেন শাহরুখ-গৌরী, রাজ-শিল্পা থেকে শুরু করে আমির-কিরণ-সহ আরও অনেকে ।
১৯৯৮ সালে মনিরত্নমের 'দিল সে' সিনেমার মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ প্রীতি জিন্টার । সিনেমাটি বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল । এছাড়া, 'কাল হো না হো', 'বীর-জারা', 'কাভি আলবিদা না কেহনা', 'কেয়া কেহনা' ইত্যাদি আরও অনেক ছবিতে দেখা গিয়েছে প্রীতিকে । অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ২০১৮-র 'ভাইয়াজি সুপারহিট' ছবিতে ।