কৃষকদের লাগাতার আন্দোলনের মুখে পিছু হটল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) জানিয়ে দিলেন, তিনটি কৃষি আইন রদ করার সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। আন্দোলনরত কৃষকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তৃতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী দাবি করেন, কৃষকদের স্বার্থে অসংখ্য পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এরপর তিনি কৃষি আইনের প্রসঙ্গে আসেন।
প্রধানমন্ত্রী জানান, কৃষি আইন নিয়ে দ্বিমত রয়েছে। অনেক কৃষক সংগঠন যেমন এর সমর্থক, তেমনই কৃষকদের একাংশের বিরোধিতাও আছে। এরপরই তিনি কৃষি আইন রদের কথা জানান।
Narendra Modi: বিটকয়েনে ক্ষতি হতে পারে যুবসমাজের, বিশ্বমঞ্চে সতর্কবার্তা প্রধান
আগামী বছর উত্তরপ্রদেশে মহাগুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। পশ্চিম উত্তরপ্রদেশে শক্তি রয়েছে কৃষক সংগঠনগুলির। তার আগে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।