হাসপাতালের বাথরুমে রোগীর (Patient) ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রাতে চাঞ্চল্য ছড়াল ডায়মন্ডহারবার (Diamond Harbour) মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তাপসী হালদার (৩৪) কাকদ্বীপের (Kakdwip) হারুউডপয়েন্ট উপকূল থানার মানিকগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন। মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের চোখ এড়িয়ে কিভাবে ওই রোগী বাথরুমে আত্মহত্যা করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: চণ্ডীতলায় একই পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনায় অভিযুক্তের দেহ উদ্ধার
হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগে পেটে যন্ত্রণা নিয়ে তাপসী হালদার কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে ভর্তি হন। সোমবার তাঁকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে। বছর দুই আগে গলব্লাডারে অপারেশন হয়েছিল তাঁর। কিন্তু তারপরও পেটের যন্ত্রণা কমেনি।