মঙ্গলবার বিধানসভা থেকে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Bnaerjee)। শুধু 'দুয়ারে রেশন' নয়, নতুন করে চালু হচ্ছে আরও একাধিক প্রকল্প। ১৬ নভেম্বর থেকে আবার শুরু হবে 'পাড়ায় সমাধান'(Paray Samadhan) প্রকল্প। এর কাজ চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই প্রকল্পে পাড়াকেন্দ্রীক বিভিন্ন স্থানীয় সমস্যার সমাধান করা হবে বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী(CM)।
এর পাশাপাশি বেশকিছু বিনিয়োগের কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচামিতে কয়লা উত্তোলন শুরু হবে খুব দ্রুত। তবে সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।