পুজো-পরমব্রত-অনুপম রায়, কম্বো শুনে মনে হচ্ছে সৃজিতের নতুন ছবি? আজ্ঞে না! ছবির পরিচালক পরমব্রত নিজে, আর পর্দায় পরম জুটি বাঁধছেন কোয়েল মল্লিকের সঙ্গে। সুরিন্দর ফিল্মস এর ব্যানারে ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে থ্রিলার ছবি 'বনি'। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই ছবি। সোমবারই প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
ট্রেলার দেখেই বোঝা যায় এই পুজোতে রহস্য জমাট বাঁধবে বেশ। সুখি দম্পতি পরম-কোয়েল। সন্তান বনির জন্ম নিয়েই রহস্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কেউ দানব বানাতে চাইছে সদ্যজাতকে। ছবির খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অঞ্জন দত্ত। পরিচালক পরম এর আগে কখনোই হতাশ করেননি দর্শকদের। এবার কী হয়, সেটা অবশ্য বলবে সময়।