নতুন লুকে ধরা দিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। 'জয় কালী কলকাত্তেওয়ালি' ছবির শুটিংয়ে রাকা নামে এক চরিত্রে অভিনয় করছেন তিনি। ছিমছাম, হালকা সাজ, সিগ্ধ রূপে দেখা গেল অভিনেত্রীকে।
পরিচালক সুদেষ্ণা রায় আগেই জানিয়েছিলেন, এই ছবিতে খুব উগ্র সাজে দেখা যাবে না নুসরতকে। মা হওয়ার পর প্রথম ছবি অভিনেত্রীর। সাদা টি শার্ট, নীল রঙের স্কার্ট ও দোপাট্টা। খোলা চুল, অল্প মেক-আপ। এক মাসের মধ্যে যেন ঠিক আগের অবস্থায় ফিরে এসেছেন নুসরত।
রাজারহাটে রবিবার থেকে শুরু হল নুসরতের নতুন ছবি জয় কালী কলকাত্তেওয়ালীর শুটিং। মা হওয়ার পাশাপাশি পেশার দিকেও সমান নজর দিয়েছিলেন নুসরত। ছবির প্রস্তাবে রাজি হয়ে শুটিংও শুরু করে দিলেন তিনি।