হিটলারের সঙ্গে দেখা করতে গিয়েছেন নেতাজি। হিটলারের রণকৌশলে চলছে নানা পরীক্ষানিরীক্ষা, রয়েছে জৈব অস্ত্র নিয়ে গবেষণাও। নুসরত (Nusrat Jahan)-গৌরব চক্রবর্তী(Gaurav Chakrabarty) অভিনীত ছবি 'স্বস্তিক সংকেত' (Swastik Sanket) এর প্রেক্ষাপট এমনই। দেবারতী মুখোপাধ্যায়ের রুদ্র-প্রিয়ম জুটি এই প্রথম আসতে চলেছে বড় পর্দায়।
ক্রিপ্টোগ্রাফির উপরে একটি বই লেখে রুদ্রাণী। সেই বইয়ের প্রকাশকের আমন্ত্রণে লন্ডনে পাড়ি দেয় সে। তবে প্রবাসে সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না। রুদ্রাণী-প্রিয়ম দু’জনেই জড়িয়ে পড়ে এক রহস্য-সন্ধানে। পরিচালক সায়ন্তন ঘোষালের পরবর্তী ছবিতে রুদ্রাণীর চরিত্রে নুসরত। প্রিয়মের চরিত্রে গৌরব ও নেতাজির চরিত্রে শাশ্বত। ছবিতে ডবল রোলে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ছবির আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন রাজা নারায়ণ দেব। সঙ্গীত স্যাভির। অতিমারি আবহে এ ছবির শুটিং হয়েছিল লন্ডনে। ‘স্বস্তিক সঙ্কেত’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী জানুয়ারি মাসে।