অক্টোবর থেকে কাজে ফিরছেন নুসরত জাহান (Nusrat Jahan)। "জয় কালী কলকাত্তাওয়ালি" ছবির শুটিং শুরু করবেন। ছবিতে থাকবেন সোহম চক্রবর্তী (Sohan Chakravarty)। 'রাকা' নামে এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
গত কয়েকমাস সংবাদমাধ্যমের শিরোনামে ছিলেন নুসরত। একের পর এক বিতর্কে জড়ান অভিনেত্রী। মা হওয়ার পর স্বাস্থ্য কেমন আছে, তা নিয়ে ধন্দে ছিলেন ছবির পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। কিন্তু নুসরতের বাড়ি গিয়ে চমকে যান পরিচালক। সুদেষ্ণা জানান, সন্তান প্রসবের এক মাস পরেও স্বাস্থ্য ঠিক রেখেছেন নুসরত। এক কথায় রাজি হয়ে যান অভিনেত্রী। সোহম-নুসরত আগে একটি সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। এবার প্রথম জুটি হিসেবে কাজ করবেন তৃণমূল বিধায়ক ও তৃণমূল সাংসদ।
২০১৮ সালের পর থেকে অন্য ধারার ছবি বেশি করছেন নুসরত। ঝুলিতে আছে ক্রিসক্রস, অসুর, ডিকশনারির মতো ছবি। "জয় কালী কলকাত্তাওয়ালি"-তে নুসরত এক নতুন প্রজন্মের প্রতিনিধি। জীবনের অনেক সমস্যার সমাধান করবেন রাকা। ছবিতে খুব চড়া মেক-আপ থাকবে না অভিনেত্রীর। গত বছর মুক্তি পেয়েছে যশ-নুসরত অভিনীত এসওএস কলকাতা। এই ছবিতে ছিলেন মিমি চক্রবর্তী ও এনা সাহা। ছবিটি সব মহলেই প্রশংসা পায়।