বাংলায় মিউজিক্যাল ছবি বানাচ্ছেন অরিত্র সেন। আর সেই ছবিতেই জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায়-ঈশা সাহা। কিন্তু ছবিতে ঈশার স্বামী গৌরব চট্টোপাধ্যায়। প্রবাসে কাটছিল ঋভু-তোড়ার দাম্পত্য। কিন্তু সুখ চিল না তাতে। বহুদিন দেশে না ফেরা, মিউজিককেই কেরিয়ার বানানো ইমরানকে মন দিয়ে বসলেন তোড়া। ছবির নাম 'ঘরে ফেরার গান'।
কিন্তু কার ঘরে ফেরা? ইমরানের, নাকি ঋভুর নাকি তোড়ার, কোন দিকে গল্প মোড় নেবে, তা অবশ্য এখনো অজানা।
পরম নিজেই এই ছবির প্রযোজক। বাংলায় প্যশনেট প্রেমের গল্প নিয়ে ছবি করার কথা অনেকদিন ধরেই ভাবছিলেন পরম। আগামী নভেম্বরেই শুরু ছবির শুটিং। লোকেশন? কলকাতা এবং লন্ডন।