কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের(AAI) তরফে সোমবার ঘোষণা করা হয়েছে কোভিডবিধি। সেখানে পরিষ্কার জানানো হয়েছে যে সমস্ত যাত্রী পশ্চিমবঙ্গে আসছেন, তাদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে। অথবা বিমানযাত্রার ৭২ ঘন্টা আগে করা RT-PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনতে হবে।
বিজয়া দশমীর পর রাজ্যে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের জেরে বিমানবন্দর কর্তৃপক্ষকে কোভিডবিধি বলবৎ করতে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার।
এই নতুন নির্দেশিকা ১ নভেম্বর থেকে রাজ্যে জারি করা হয়েছে।
Covid in Bengal: রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত ৭
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৭২৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। নতুন করে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তাই নির্দেশিকা জারি করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।