দ্বিতীয় বার মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। রবিবার সকালেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা। নেহার স্বামী অভিনেতা অঙ্গদ বেদী সুখবরটি দিলেন ইনস্টাগ্রামে। নিজের সঙ্গে নেহার একটি ছবিও দিলেন তিনি। তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে নেহা এবং অঙ্গদের।
বলিউডের সফল অভিনেত্রীদের তালিকায় একেবারে প্রথম দিকে তাঁর নাম নেই ঠিকই। কিন্তু ছক ভাঙ্গায় তিনি অনন্যা। লিঙ্গভিত্তিক কাজে বিশ্বাস নেই তাঁর। গর্ভাবস্থাতেই কাজ করছেন চুটিয়ে। প্রথম সন্তানকে স্তন্যপানের ছবি সামনে এনে সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন নেহা। অঙ্গদ বেদিকে বিয়েও করেছেন প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার পর। সব মিলিয়ে তিনি চর্চায় থেকেছেন সব সময়ে।