আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট (US president) জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
গত জানুয়ারি মাসে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম তাঁর সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন প্রধানমন্ত্রী। এরপর তিনি অংশ নেবেন কোয়াড সামিটে। অস্ট্রেলিয়া এবং জাপানের প্রধানমন্ত্রীও সেখানে উপস্থিত থাকবেন।
বাইডেনের সঙ্গে বৈঠকে মোদী জানান, ভারত এবং আমেরিকা দু'টি দেশই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। তাই বিশ্বের গণতন্ত্রের স্বার্থে এই বৈঠক গুরুত্ব। তাঁকে উষ্ণ অভ্যর্থনাজানানোয় বাইডেনকে ধন্যবাদ জানান মোদী। তিনি বলেন, বাইডেন তাঁর পরিকল্পনাগুলি বাস্তবায়নের চেষ্টা করছেন। আগামীতে ভারত ও আমেরিকার সম্পর্ক আরো মজবুত হবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।