কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিং খান এবং তাঁর পরিবার। এই সময়ে স্বপ্নের হিরোর পাশে রয়েছেন তাঁর অগণিত অনুরাগী। মুম্বইয়ে শাহরুখের বাসভবন মন্নতের সামনে ভিড় করলেন তাঁর ফ্যানেরা। হাতের প্ল্যাকার্ডে লেখা, "সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা তোমার ভক্তরা, আমরা তোমায় শর্তহীন ভাবে ভালোবাসি, আমরা তোমার পাশে আছি কিং'।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
গত ৩ অক্টোবর একটি রেভ পার্টি থেকে মাদকসেবনের অভিযোগে কিং খানের পুত্র আরিয়ান-সহ তিনজনকে গ্রেফতার করেছে এনসিবি। ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতে রয়েছেন তাঁরা।