ভারত ১০০ কোটি কোভিড(covid) ভ্যাকসিনেশনের মাইলফলকের কাছাকাছি আসার পাশাপাশি মোদী সরকার কৃতিত্ব জাহিরের জন্য একটি বড়োসড়ো পরিকল্পনা করছে।
কো-উইন (cowin) ওয়েবসাইটের হিসেব অনুযায়ী, বুধবার পর্যন্ত প্রায় ৯৭ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল।
এনডিটিভি জানিয়েছে, বিজেপি(BJP) তার মন্ত্রী, সাংসদ এবং বিধায়ক এবং জাতীয় এবং রাজ্য কর্মীদের দেশব্যাপী এই অনুষ্ঠানে যোগ দিতে বলেছে। এই অনুষ্ঠান চলাকালীন উত্তরপ্রদেশ, গুজরাট এবং পাঞ্জাবের নির্বাচনী রাজ্যগুলিতে বিশেষ মনোযোগ থাকবে বিজেপির।
এর পাশাপাশি জানা গেছে, দুর্গাপূজা ও নবরাত্রির কারণে টিকাদানের হার কিছুটা মন্থর হয়েছে। সরকার এখন দশেরার পর যত দ্রুত সম্ভব ১০০ কোটির মাইলফলকে পৌঁছানোর জন্য বিশেষ পরিকল্পনা করছে।
এই প্রচার পরিকল্পনার অধীনে, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদসহ বিজেপি নেতারা টিকা কেন্দ্রগুলি পরিদর্শন করবেন যেখানে একশভাগ টিকা দেওয়া হয়েছিল। সেখানকার ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়া হবে বলেই জানা গিয়েছে।