সত্যজিতকে নিয়ে বাঙালির আবেগটা ঠিক ভাষায় প্রকাশ করা যায়নি কোনোদিন। তাঁর জন্মশতবর্ষে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'রে' নিয়েও উন্মাদনা কম ছিল না দর্শকের মধ্যে। কিন্তু নেটফ্লিক্সে 'রে' মুক্তি পাওয়ার পর থেকেই বাংলার দর্শকের তরফে আসতে শুরু করল বিরূপ প্রতিক্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'রে'-র দুটি গল্পও মন কাড়েনি অনেকেরই।
সত্যজিতের লেখা চারটি ছোটগল্প বিপিনবাবুর স্মৃতিভ্রম, বহুরূপী, বারীন ভৌমিকের ব্যারাম এবং স্পটলাইট থেকে ভিত্তি করে যথাক্রমে এই সিরিজের 'ফরগেট মি নট', ' 'বহুরূপীয়া','হাঙ্গামা কিউ হ্যাঁয় বরপা’ এবং 'স্পটলাইট'। অভিষেক চৌবে, ভাসান বালা এবং বঙ্গসন্তান সৃজিত মুখোপাধ্যায়, বর্তমান প্রজন্মের তিন নামী পরিচালক সত্যজিতের ৪ টি ছোট গল্পের ওপর ভিত্তি করে বানিয়েছেন 'রে'।
তবে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। শৈশব কৈশোর সত্যজিতের বই নিয়ে কাটিয়েছে যে বাঙালি প্রজন্ম, তাঁদের অধিকাংশের মত, গল্পের বিচ্যুতি ঘটেছে অনেক।