তৃণমূল তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিল আগেই। এবার সেই অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়েকলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মিঠুন চক্রবর্তী।
বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। এরপর রাজ্যজুড়ে একাধিক জনসভা এবং রোড শো করেন। সেখানে তাঁর ছায়াছবির বিভিন্ন মারকাটারি সংলাপ ব্যবহার করেন। যেমন, 'জাত গোখরো', 'মারবো এখানে লাশ পড়বে শ্মশানে' ইত্যাদি। মানিকতলা থানায় তৃণমূল অভিযোগ করে, মিঠুন হিংসা ছড়িয়েছেন, হেট স্পিচ দিয়েছেন, বিভেদের রাজনীতি করেছেন।
হাইকোর্টে মিঠুন বলেছেন, তিনি জনগনের দাবি মেনে সিনেমার সংলাপ বলেছেন মাত্র। বিদ্বেষ ছড়াননি। ফলে তৃণমূল যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন।