তাঁর ৭১ তম জন্মদিনের সকালেই অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল বিজেপির 'তারকা প্রচারক' মিঠুনের বিরুদ্ধে। ফলপ্রকাশের পরেই তাঁর বিরুদ্ধে কলকাতার একটি থানায় এফআইআর করেন উত্তর কলকাতার এক তৃণমূল নেতা। ওই মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হল মহাগুরুকে। এর আগে এফআইআর খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিঠুন। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দেয় আদালত। বিচারপতিরা জানান, সশরীরের হাজিরা দিতে হবে না মিঠুনকে। কিন্তু ভার্চুয়ালি কলকাতা পুলিশের জেরার মুখোমুখি হতে হবে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিঠুনকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ।