জাল ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। এখন আগের তুলনায় অনেকটাই ভাল আছেন সাংসদ-অভিনেত্রী। বুধবার ইনস্টাগ্রামে মিমি নিজেই জানিয়েছেন সে কথা। এক গোছা লিলি ফুলের ছবি তিনি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
মিমি লিখেছেন, 'আপনারা যদি জানতে চান, দিনগুলো কতটা খারাপ কেটেছিল? বলব, এই ঘটনায় শারীরিক ও মানসিক ভাবে যন্ত্রণার শিকার আমি।' অভিনেত্রী-সাংসদ আরও লিখেছেন, 'আমার জন্য সকলে ভেবেছেন, অনবরত প্রার্থনা করেছেন। আমি কৃতজ্ঞ সবার কাছে।'
মিমি জানিয়েছেন, সবার ভালবাসা, প্রার্থনাতেই তিনি এখন সুস্থ। চিকিৎসকের ওষুধে আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। শরীরে-মনে শক্তি ফিরে পেয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তাঁর গলব্লাডারের সমস্যাও কমে যাবে।