মেঘালয় কংগ্রেসে(Meghalaya Congress)) বড়ো ভাঙ্গন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা(Mukul Sangma) সহ ১২ জন কংগ্রেস বিধায়ক বুধবার যোগ দিলেন তৃণমূলে(TMC)। ১২ জন বিধায়ক তৃণমূলে(TMC) যোগ দেওয়ায় বর্তমানে মেঘালয়ের প্রধান বিরোধী দল হয়ে দাঁড়াল তৃণমূল(TMC)।
৬০ আসনের মেঘালয় বিধানসভায় বিজেপি(BJP) নেতৃত্বাধীন NDA-এর বিধায়ক রয়েছেন ৪০ জন। বুধবার এই যোগদানের পর তাৎপর্যপূর্ণভাবে মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল হয়ে উঠল তৃণমূল।
আরও পড়ুন- Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী, কবে আসছেন বঙ্গে?
বেশ কিছুদিন ধরেই কংগ্রেসে(INC) লাগাতার ভাঙন চলছে। অশোক তানওয়ার(Ashok Tanwar), কীর্তি আজাদের(Kirti Azad) পর এবার মুকুল সাংমা(Mukul Sangma) হাত ছেড়ে ধরলেন ঘাসফুলের পতাকা।
শুধু তাই নয়, বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্বও যোগ দিয়েছেন তৃণমূলে(TMC)। ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ(Leander Paes), প্রাক্তন জাতীয় সাঁতারু নাফিসা আলি(Nafisa Ali)।