কলকাতা পুরসভার (KMC) ভোটে প্রচারেও বিজেপিকেই (BJP) নিশানা করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। একই সঙ্গে তিনি জানালেন, রাজ্যে শিল্প (INDUSTRY) তিনি করে দেখাবেন। সেইসঙ্গে তাঁর লক্ষ্য হবে দ্রুত চাকরির সংখ্যা বৃদ্ধি।
বুধবার গোয়া সফর শেষ করে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সোজা চলে যান ফুলবাগানে। সেখানে উত্তর কলকাতার প্রার্থীদের জন্য এদিন প্রথম প্রচারের কাজ শুরু করেন। প্রচার মঞ্চেই তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও খেলা হবে। ভারতের প্রতিটি জায়গা থেকে বিজেপিকে হারাবেন তিনি।
আগামী বছরে বাংলায় হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে পুরভোটের প্রচারে এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যে শিল্প আনার ব্যাপারে বদ্ধপরিকর তাঁর সরকার। সঙ্গে তাঁর লক্ষ্য বিপুল পরিমাণে চাকরির সংখ্যা বৃদ্ধি।
রবিবার কলকাতা পুরসভার ভোট। যার প্রচার শেষ হচ্ছে শুক্রবার। বৃহস্পতিবার ও শুক্রবার ভোটের প্রচার করবেন মুখ্যমন্ত্রী।