জৈন হাওয়ালা-কাণ্ডে রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম রয়েছে, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের অপসারণ চেয়ে তিন তিন বার কেন্দ্রকে চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন মমতা। মমতা বলেন, ‘‘উনি এক জন দুর্নীতিগ্রস্ত মানুষ। দুঃখের সঙ্গে বলতেই হচ্ছে, এক জন আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত মানুষ। কেন্দ্র এখনও ওঁকে রাজ্যপাল করে রেখেছে কেন জানি না। জৈন হাওয়ালা মামলায় ওঁর নাম রয়েছে। কেন্দ্র না জানলে, আমি জানাচ্ছি। চার্জশিট বার করে দেখুন নাম আছে কি না। প্রথমে আদালতকে ম্যানেজ করে নাম সরিয়ে নিয়েছিলেন। কিন্তু পরে ফের রিট পিটিশন জমা পড়ে। এখনও তার নিষ্পত্তি হয়নি। আদালতে পড়ে রয়েছে।’’