বিধানসভা ভোটের আগে 'ওহ্ লাভলি' গান গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন কামারহাটির 'কালারফুল' বিধায়ক মদন মিত্র(MLA Madan Mitra)। কিন্তু সেই মদন মিত্রকেই এবার শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গাইবার নির্দেশ দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক শেষে আচমকাই এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)।
বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। কিন্তু গোটা বৈঠকে তিনি একবারের জন্য মুখ খোলেননি। বৈঠক শেষে হঠাৎই মুখ্যমন্ত্রীর খেয়াল হয় উপস্থিত থেকেও কোনো মন্তব্য করেননি কামারহাটির বিধায়ক। এরপর সাংসদ সৌগত রায়(MP Sougata Roy) মদনকে কিছু বলার জন্য অনুরোধ করেন। তারই পরিপ্রেক্ষিতে নিছক মজার ছলেই মুখ্যমন্ত্রী বলেন, "ও আর কী বলবে, মদন শুধুই রবীন্দ্রসঙ্গীত গাইবে।"
আরও পড়ুন- BJP: দেউচা পাঁচামির রাস্তায় রাজু ব্যানার্জিকে কালো পতাকা দেখাল তৃণমূল
রাজনীতির ময়দানে বরাবরই একটু অন্যভাবে লাইমলাইটে থাকেন মদন মিত্র। তাঁর সাজপোশাক থেকে শুরু করে রোদচশমায় অভিভূত নেটিজেনরা। বিভিন্ন গানের ভিডিও ছাড়াও নিয়মিত ফেসবুক লাইভে(FB Live) আসেন তিনি। কিন্তু এবার দলনেত্রীর নির্দেশের পর গায়ক মদন মিত্র(Singer Madan Mitra) কী করেন, সেটাই এখন দেখার।