মুম্বই সফরে গিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মুখ্যমন্ত্রী জানালেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী কে হবেন, তা বড় কথা নয়। আসল কথা হল, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
মমতার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। জাভেদ আখতার, মহেশ ভাট, শোভা দে, স্বরা ভাস্কর, মুনওয়ার ফারুকির মতো চেনা মুখ উপস্থিত ছিলেন বৈঠকে।
TMC: বিরোধী সাংসদদের সাসপেনশন নিয়ে উত্তাল সাংসদ, ধর্ণায় বসল তৃণমূল
বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'চরম দক্ষিণপন্থীদের হাতে আক্রান্ত দেশ। দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে আমাদের একজোট হয়ে লড়তে হবে।' পাশাপাশি কংগ্রেস (Congress) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না। আমরা বিজেপিকে জিততে দিতে পারি না।'