আসন্ন শারোদোৎসবে পুলিশের পক্ষ থেকে যত কার্ড, লিফলেট, প্রচার পত্র তৈরি হবে, তাতে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা দুর্গার ছবি। সেই লক্ষ্যে ইতিমধ্যে সমস্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের মমতার আঁকাটি মেইল করা হয়েছে নবান্ন থেকে।
কেমন সেই দুর্গা? প্রচলিত ধারার চেয়ে খানিকটা আলাদা। সাদা কালোয় আঁকা স্কেচে দুর্গা একাই রয়েছেন। পেছনে একচালার ডাকের সাজ। ঘাসের ওপর দাঁড়িয়ে দুর্গা। এখানে ওখানে ছড়ানো শিউলি।
‘বাংলার বাড়ি’ প্রকল্পের লোগোতেও সম্প্রতি ব্যবহার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি।