দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । ১৩ নভেম্বর জগদ্ধাত্রী পুজো(Jagadhatri Puja) । তার আগে মঙ্গলবার কলকাতার দি পোস্তাবাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী । এদিন কলকাতা ছাড়াও, চন্দননগরের দুটি জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি ।
মুখ্যমন্ত্রীর সঙ্গে উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন শশী পাঁজা, সুদীপ বন্দ্যোপাধ্যায় । উদ্বোধন অনুষ্ঠানে এসে মমতা জানান, সব উতসবই হবে । তবে প্রত্যেককে করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে ।
Bengal Cabinet: মন্ত্রীসভায় একাধিক রদবদল মুখ্যমন্ত্রীর, কে হলেন নতুন পঞ্চায়েত মন্ত্রী?
মুখ্যমন্ত্রী বলেন, " ছটপুজো মিটলেই জগদ্ধাত্রী পুজো । উতসব তো এখন চলতেই থাকবে । এরপর আসছে বড়দিন, তারপর মেলা । কোনওকিছুই বন্ধ থাকবে না । উতসব, মেলা সবই চলবে । " তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবটাই সাবধানে করতে হবে । করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে ।