রোম সফরে অনুমতি না দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)।
ভবানীপুরের নির্বাচনী প্রচারসভা থেকে মমতার প্রশ্ন, প্রধানমন্ত্রী বিদেশ গেলেন, অথচ তাঁকে কেন যেতে যেওয়া হল না? তাঁর বক্তব্য, প্রতিহিংসাবশতই তাঁকে আটকানো হল।
শনিবার সন্ধ্যায় মমতা বলেন, রোমে গিয়ে তিনি হিন্দুত্বের প্রতিনিধিত্ব করতেন। নরেন্দ্র মোদী মুখে হিন্দুত্বের কথা বলেন। কিন্তু প্রতিহিংসাবশত তাঁকে আটকানো হল।
মমতার কথায়, বিশ্ব শান্তির জন্য রোমে একটা সম্মেলন হচ্ছে। দু’মাস আগে তাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। জার্মান চ্যান্সেলর যাবেন, পোপ থাকবেন, মিশরের ইমাম থাকবেন, ইতালির প্রধানমন্ত্রীও থাকবেন। তাঁর কাছেও আমন্ত্রণ এসেছিল। ইতালি সরকার তাঁদের বিশেষ অনুমতি দিয়েছিল।
Mamata Banerjee: মমতার রোম সফরের অনুমতি দিল না কেন্দ্র, নবান্নে এল এক লাইনের চিঠি
মমতা বলেন, "আমি যেখানে যেতে চাই, সেখানেই বারণ করে দেয়। আমাদের ছাড়া কারও যাতায়াতের ক্ষেত্রে তো এমনটা করা হয় না।" তাঁর বক্তব্য, "যদি শান্তির কথা আসে, তা হলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে কেন দেওয়া হল না? আমাকে যেতে না দিয়ে বেআইনি কাজ করেছেন, বেইজ্জত করেছেন। আমি বিদেশে ঘুরতে যাই না। আমার আগ্রহ নেই। যেখানে দেশের সম্মান যুক্ত, সেখানে আমাকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া উচিত ছিল।"