অতিমারী, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট। করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। সব কিছু পেরিয়ে বাংলায় শুরু হয়ে গেল উৎসবের মরশুম। আজ মহাপঞ্চমী। শরতের আকাশে বাতাসে আগমনীর সুর। বাড়িতে বাড়িতে ঘরে ফেরার গল্প। নতুন জামার গন্ধ। এমন মহালগ্ন যে বছরে মাত্র একটিবারই আসে। সারা বছরের যাবতীয় ক্লান্তি মুছিয়ে দেয় উৎসবের আনন্দে।
Durga Pujo: পুজোর সময় কতক্ষণ খোলা থাকবে রেস্তোরাঁ, পানশালা? কী জানাল সরকার?
মা আসছেন। সঙ্গে নিয়ে আসছেন চার ছেলেমেয়ে আর মহিষাসুরকে। আর অতিমারীর থাবার নিচ থেকে উঠে আসছে প্রাণের জোয়ার। কাশফুলের দোলায়, নদীর জোয়ার ভাঁটায়, মণ্ডপে মণ্ডপে চোখ থেকে চোখে চকিতে বিদ্যুৎ বিনিময়ে বোধন হয়ে গিয়েছে উৎসববের। রাজপথে নতুন জামার গন্ধ নিয়ে বেরিয়ে পড়েছে তারুণ্য। আগামী ৬টা দিন সবকিছু ভুলে থাকার, ভুলিয়ে রাখার।
শুভ হোক মহাপঞ্চমী। প্রত্যেকের জন্য রইল উৎসবের শুভেচ্ছা।