শ্রীময়ী এবং মোহর-এ নেগেটিভ রোলে অভিনয় করে সবার নজরে এসেছিলেন মধুরিমা বসাক। সৃজিত মুখোপাধ্যায়ের এক্স=প্রেম-এ বড় পর্দায় ডেব্যু করছেন। নানা বিপণন সংস্থার বিজ্ঞাপনের হোর্ডিং এও শহরজুড়ে তাঁর মুখ। সব মিলিয়ে কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী।
এর মাঝেই মধুরিমার বিয়ের খবরে সরগরম টেলিপাড়া। পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। তবে বিয়ে নিয়ে মধুরিমা এখনই খুব কিছু খোলসা করে বলতে রাজি নন। নিজের পছন্দের পাত্রকে বিয়ে করছেন অভিনেত্রী। দুই বাড়ি থেকে কথাবার্তা মোটামুটি এগিয়েছে। তবে মধুরিমার বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় এখনই বিয়ের ব্যাপারে মুখ খুলতে চান না অভিনেত্রী।
তবে বিয়ের পরেও অভিনয়টা যে চালিয়ে যাবেন, তা মনঃস্থির করে ফেলেছেন।