চোখে সানগ্লাস, পরনে কালো পাঠান স্যুট । মুখে সেই হালকা হাসি, ফুরফুরে মেজাজ । একেবারে নতুন অবতারে মদন মিত্র(Madan Mitra) ।
পোশাকে, আচরণে বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা 'কালারফুল' । দুর্গাপুজোয় গান গেয়েছেন, কালীপুজোয় রাখী সওয়ান্তের সঙ্গে মঞ্চ মাতিয়েছেন । আবার নুসরতের সঙ্গে টক শোয়ে অংশ নিয়েছেন । এবার সুন্দরী মডেলদের সঙ্গে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল বয়' মদন মিত্র ।
রূপটান শিল্পীদের হাতের জাদুতেই বিনোদন ও ফ্যাশন দুনিয়ায় শিল্পীরা তারকা হয়ে ওঠেন । কিন্তু, সেভাবে তাঁরা স্বীকৃতি পান না । এবার তাঁদের প্রচারের আলোয় আনতে সম্প্রতি শহরে ‘গ্লোরিয়াস মেকআপ আর্টিস্ট অ্য়াওয়ার্ড শো’-এর আয়োজন করা হয়েছিল । সেখানেই সুন্দরী রূপটান শিল্পীদের হাতে হাত রেখে ব়্যাম্পে হাঁটলেন মদন মিত্র ।
Madan Mitra-Nusrat Jahan: 'দুজনে দেখা হল', নুসরতকে 'বোল্ড লেডি' বলে সম্বোধন মদন মিত্রের
পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে মেক-আপ আর্টিস্টদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । বিচারকের আসনে উপস্থিত ছিলেন, অভিনেত্রী তৃণা সাহা, মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, রূপটান শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার ।