কামারহাটির বিধায়ক মদন মিত্র এবার 'দিদি নম্বর ওয়ান'-এ । কিন্তু চমকটা হল অন্য জায়গায় । এই প্রথম কোনও অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হলেন মদন মিত্র ।
রাজনীতির বাইরে আমরা মদন মিত্রকে(Madan Mitra) পেয়েছি নানান রূপে । যখন কোনও অনুষ্ঠানে যান, তখন তাঁর চারপাশে সুন্দরী নায়িকাদের ভিড় । কিন্তু, তাঁর স্ত্রী অর্চনা মিত্রকে(Archana Mitra) কখনও ক্যামেরার সামনে দেখা যায়নি । তবে এবার সেই অসাধ্য সাধন করলেন রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee) । জি বাংলার এই সঞ্চালিকার হিট গেম শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে দেখা মিলল সস্ত্রীক মদন মিত্রর ।
কামারহাটির বিধায়ক মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এই সুখবর ভাগ করে নিলেন । রচনার জন্যই যে তিনি ও তাঁর স্ত্রী প্রথম কোনও অনুষ্ঠানে এসেছেন, তা স্বীকারও করে নিলেন মদন মিত্র । তবে, এদিন বিধায়কের গলায় ছিল অভিমানের সুর । রচনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অপেক্ষায় ছিলাম, কবে রচনার শো-তে ডাক পাব ! অভিমানও হত, রাজনীতি করি বলেই কি আমাদের ডাকেন না রচনা ? আজ আর আমার কোনও অভিমান নেই !’
আরও পড়ুন, Madan Mitra : টক শো-এর পর এবার রানা সরকারের সঙ্গে রান্নায় মজবেন মদন মিত্র !
মদন মিত্রের পাশাপাশি এই এপিসোডে দেখা যাবে সস্ত্রীক বাবুল সুপ্রিয়কেও(Babul Supriyo) । এছাড়া, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সস্ত্রীক শিবাজি চট্টোপাধ্যায়(Shibaji Chatterjee) এবং রাঘব চট্টোপাধ্যায়(Raghav Chatterjee) । উপস্থিত ছিলেন নচিকেতাও । এই এপিসোডটি জি বাংলায় সম্প্রচারিত হবে ২১ ডিসেম্বর ।