আসানসোল,খড়গপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। দীর্ঘদিন পর রেলের চাকা গড়ানোয় খুশি নিত্যযাত্রীরা। তবে স্বাভাবিক সময়ের চেয়ে লোকাল ট্রেনে ভিড় কিছুটা কম চোখে পড়েছে।
করোনা আবহে একটানা দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। সমস্যায় পড়েছিলেন অফিসযাত্রীরা। অনেক বেশি খরচ করে তাঁদের কর্মস্থলে যেতে হচ্ছিল। ফলে লোকাল ট্রেন চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে।
Bengal Weather Report: চারদিনে চার ডিগ্রি নামল পারদ, কড়া নাড়ছে শীত?
পশ্চিম বর্ধমান বা পশ্চিম মেদিনীপুর থেকে অনেকেই কলকাতায় চাকরি করেন। তাঁদের একাংশ বাধ্য হচ্ছিলেন বাড়ি না ফিরে কলকাতায় থাকতে। এবার সেই সমস্যা মিটল।