পুরভোটের আগে ক্রমশ জটিল হচ্ছে আগরতলার(Agartala) পরিস্থিতি। আইন-শৃঙ্খলার অবনতির কারণে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Bandapadhyay) পদযাত্রার অনুমতি বাতিল করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এরপরেই সোমবার সকালে কুণাল ঘোষ(Kunal Ghosh) টুইট করেন।
টুইটারে তিনি লিখেছেন, 'অভিষেকের পদযাত্রার অনুমতি বাতিল হল। আইন-শৃঙ্খলার কারণে! রাজ্য স্বীকার করছে এখানে এত খারাপ অবস্থা যে ভোট প্রচারও অসম্ভব। বাংলায় কিন্তু সবাই গিয়ে প্রচার করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও(Biplab Deb) গিয়েছেন। এখানে অবস্থা খুব খারাপ। গুন্ডারা ঘুরছে। আমরা পথসভার চেষ্টা করছি। তবে অভিষেক আসছে।'
সোমবার সকালে তৃণমূল(TMC) মুখপাত্র কুণাল ঘোষ পরপর বেশ কিছু টুইট করেন। আরেকটি টুইটে কুণাল ঘোষ সভা বাতিলের প্রশাসনিক নির্দেশ সম্বলিত চিঠি টুইট করে লেখেন, 'অভিষেকের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার। চক্ষুলজ্জায় নির্দেশে বলল সবার বাতিল। কিন্তু চিঠিতেই প্রমাণিত যে রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। চিঠির বয়ানই মানছে পুলিশ। খোদ রাজধানী আগরতলার(Agartala) বুকে এই অবস্থা। গুন্ডারাজ চলছে। মানুষ বিচার করবেন।'
আরও পড়ুন- Tripura CPM slams BJP: তৃণমূলের সায়নী ঘোষের গ্রেফতারির নিন্দা, বিজেপিকে আক্রমণ ত্রিপুরা সিপিএমের
রবিবার তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের(Sayoni Ghosh) গ্রেফতার হওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে আগরতলা। দফায় দফায় সংঘর্ষ হয় তৃণমূল(TMC) এবং বিজেপি(BJP) কর্মীদের মধ্যে। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতিতে আগরতলায় পুলিশ-প্রশাসন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Bandopadhyay) সভা বাতিলের সিদ্ধান্ত নেয়।