ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) ও ভিকি কৌশলের(Vicky Kaushal) বিয়ে নিয়ে চর্চা থামছে না কিছুতেই । প্রতিদিনই এই বিয়ে নিয়ে নিত্যনতুন জল্পনা উঠে আসছে । বিয়ের খবর নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারকা জুটি । তবে এই জল্পনার মাঝেই ভিকি-ক্যাটের বিয়ের খবরে সিলমোহর দিলেন জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা কৃষ্ণা অভিষেক(Krushna Abhishek) ।
কৃষ্ণা আসলে ভিকির প্রতিবেশী । টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণাকে ভিকি কৌশলের বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “তাদের বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে । কিন্তু সবকিছু খুব গোপনে করা হচ্ছে । "
আরও পড়ুন, Vicky-Katrina wedding update : সাওয়াই-মাধেপুরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, থাকছে ৮০-৯০ জন বাউন্সার
রাজস্থানের সাওয়াই মাধেপুরের সিক্স সেন্স ফোর্ট বারোয়ারায় ভিকি-ক্যাটরিনার বিয়ের আয়োজন করা হয়েছে । আনুমানিক, ২০০ জন অতিথি এই বিয়েতে নিমন্ত্রিত । ৭ ডিসেম্বর রয়েছে ভিকি-ক্যাটের মেহেন্দি ও সঙ্গীত । ৮ ও ৯ ডিসেম্বর তাঁদের বিয়ের অনুষ্ঠানগুলি হবে বলে জানা গিয়েছে ।