জগদ্ধাত্রী মায়ের বিসর্জন আজ। দেখতে দেখতে বাংলার সব উৎসব ফুরলো, এবার মন খারাপ। চোখের জলেই মা কে বিদায় জানাল বাঙালি, ফের এক বছরের অপেক্ষা। দশমীর বিসর্জনের আগে কৃষ্ণনগর রাজবাড়িতে রবিবার দুপুর থেকেই চলল সিঁদুর খেলা। সাধারণ মানুষের সঙ্গে সিঁদুর খেললেন স্বয়ং রানিমা।
প্রতি বছরের মতোই এ বছরেও বিশেষ আরতি পর্ব সেরে সকলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন রানিমা।
এই রাজবাড়ির হাত ধরেই বাংলায় জগদ্ধাত্রী পুজোর শুরু, ইতিহাস তেমনই বলে। রাজস্ব বাকি পড়ায় রাজাকে সেই সময়কার বাংলার নবাব আলিবর্দি খাঁ মুর্শিদাবাদে বন্দি করেন। কারাগার থেকে মুক্তি পেয়ে কৃষ্ণচন্দ্র নৌকা করে নদিয়ায় ফিরছিলেন, এমন সময় ঢাকের বাজনা শুনে জানতে পারলেন সে দিন বিজয়া দশমী। পুজো করতে না পারায় অবসন্ন রাজার স্বপ্নে এলেন দেবী। স্বপ্নাদেশ মেনে দুর্গাপুজোর একমাস পর কার্তিকের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো চালু হল সেই থেকে।