কলকাতা পুরসভা নির্বাচনের আগে শহরজুড়ে শুরু হল রুট মার্চ (Route March)। উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে রুট মার্চ করলেন কলকাতা ও রাজ্য পুলিশের কর্মীরা।
আগামী রবিবার, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার (KMC Election) নির্বাচন। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই মহামান্য হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশক্রমে কলকাতা পুলিশ (Kolkata Police) ও রাজ্য পুলিশকে (West Bengal Police) সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
KMC ELECTION OVERALL: রবিতে ভোট, মঙ্গলে গণনা পুর-যুদ্ধের
শনিবার বিকালে প্রচার পর্ব শেষ হওয়ার পরপরই কলকাতা পুলিশের র্যাফের (RAF) জওয়ানরা শহরে কলকাতার বিভিন্ন প্রান্তে রুটমার্চ শুরু করে দিলেন। রবিবারও শহরের বিভিন্ন প্রান্তে চলবে টহল।