লোকচক্ষুর আড়ালে থেকে একেবারে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়েটা সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা(Vicky-Katrina) । প্রকাশ্যে এসেছে এই পাওয়ার কাপলের সংগীত, মেহেন্দি, হলদি, ও রূপকথার মতো বিয়ের ছবি । এবার হানিমুনের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ।
ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর মেহেন্দি(Mehendi) পরা দুটো হাতের ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা । মেহেন্দির গাঢ় রং মন জয় করে নিয়েছে তাঁর অনুরাগীদের । সেইসঙ্গে দু হাতে রয়েছে চূড়া । ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে নীল সমুদ্র । এই ছবিই যেন বলে দিচ্ছে, মালদ্বীপেই হানিমুনে গিয়েছিলেন নবদম্পতি ।
ছবি শেয়ার করে ক্যাপশনে ক্যাটরিনা শুধুমাত্র লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন । প্রীতি জিন্টা, নেহা ধুপিয়া, জোয়া আখতার সহ একাধিক বলিউড তারকা ছবিতে ভালোবাসা জানিয়েছেন ।
ভিকি কৌশলের কয়েকজন অনুরাগী আবার ক্যাটের হাতের মেহেন্দিতে খুঁজে বেড়িয়েছেন ভিকির নাম । এক ভক্ত লিখেছেন, 'আমি ভিকির নাম দেখতে পাচ্ছি ।' কেউ কেউ তো আবার উরি অভিনেতাকে ট্যাগ করেছেন এবং ক্যাটরিনার মেহেন্দিতে তাঁর নাম খুঁজে পাচ্ছেন কি না, সেই বিষয়ে জিজ্ঞাসা করেছেন ।