ভিকি ক্যাটরিনার বিয়ে নিয়ে বলিউডে নানা জল্পনা। বর কনে মুখে কুলুপ এটেছেন। হাজার রাখ ঢাকের মাঝেও ভিকি(Vicky Kaushal) ক্যাটের(Katrina Kaif) বিয়ে নিয়ে যতটুকু বাইরে এসেছে, সেগুলোই একবার জেনে নেয়া যাক,
বিয়ের স্থান
রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা, একটি বিলাসবহুল রেসর্ট। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানে ২০০ জন নিমন্ত্রিত।
তারিখ
বিয়ের সম্ভাব্য তারিখ ৯ ডিসেম্বর। ৭ এবং ৮ তারিখে সংগীত এবং মেহেন্দির অনুষ্ঠান। বছরের সবচেয়ে বেশি আলোচ্য বিয়েটা চলবে তিন দিন ধরে।
নিমন্ত্রিত ২০০ র কাছাকাছি। তবে বলিউডের কারা থাকলেন, কারা বাদ পড়লেন, কিছুই জানা যায়নি এখনও। তবে শোনা গেছে শাহরুখ সালমানরা আমন্ত্রিত। এছাড়া পেরুর বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার মারিও টেস্টিনো থাকছেন বিশেষ অতিথি হিসেবে।
বলিউডে সেলেব তারকার বিয়ে। বিয়ের পোশাক যে সব্যসাচী মুখার্জিই তৈরি করবেন, সে তো জানা কথাই। মেহেন্দিতে ক্যাট পড়বেন আবু জানি-সন্দীপ খোসলার পোশাক, সংগীতে মনিষ মালহোত্রার সাজ এবং রিসেপশনে গুচির পোশাক।
নিয়মাবলি
রিসেপশনে মিডিয়ায় প্রবেশানুমতি নেই। আমন্ত্রিতরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কোনো অতথিই যেন ভিকি ক্যাটের বিয়ে কিমবা রিসেপশনের ছবি বাইরে ফাঁস করতে না পারেন, সে বিষয়ে কড়া নজরদারি চলবে।