৯ ডিসেম্বর ভিকি কৌশলের(Vicky Kaushal) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) । নবদম্পতির রাজকীয় বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবিতে ঘনঘন উচ্ছ্বসিত হয়ে উঠছেন তাঁদের ভক্তরা । ইতিমধ্যেই মেহেন্দি থেকে গায়ে হলুদ, বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
এদিকে, সোমবার সকালে ইনস্টাগ্রামে বিয়ের অদেখা মুহূর্তের আরও কিছু ছবি শেয়ার করলেন ক্যাটরিনা । সেইসঙ্গে বোনেদের(Sisters) জন্য মিষ্টি বার্তা দিয়েছেন অভিনেত্রী ।
ছবিতে দেখা গেল কনের সাজে বিয়ের মণ্ডপের দিকে হেঁটে আসছেন ক্যাটরিনা । তাঁর মাথায় 'ফুলের চাদর' ধরে রয়েছেন ক্যাটরিনার ছয় বোন - স্টেফানি(Stephanie), ক্রিস্টিন(Christine), নাতাশা(Natacha), মেলিসা(Melissa) এবং সনিয়া(Sonia ), ইসাবেল কাইফ(Isabelle) । বোনেদের সঙ্গে এই আবেগঘন মুহূর্ত ছবিতে স্পষ্ট ধরা পড়েছে ।
ছবিটি পোস্ট করে ক্যাটরিনা লেখেন, " ছোটবেলা থেকেই আমরা একে অপরকে আগলে বড় হয়েছি । ওরাই আমার শক্তির স্তম্ভ এবং আমাদের একতাই আমদের পা মাটিতে রাখতে সাহায্য করেছে । সবসময় যেন এরকমই থাকে !"
আরও পড়ুন, Vicky Katrina Wedding : ভিকির সঙ্গে জমিয়ে নাচলেন ক্যাটরিনা, ভাইরাল 'ভিক্যাট'-এর মেহেন্দির ছবি
বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া একের পর এক ছবি শেয়ার করছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ।