ফের বিজেপি ছাড়তে চলেছেন একজন পরিচিত মুখ। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালের লোকসভায় বীরভূম কেন্দ্রে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন তিনি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই একের পর এক ধাক্কা এসেছে গেরুয়া শিবিরে। এবার সেই তালিকায় নতুন সংযোজন জয়। বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন জয় বন্দ্যোপাধ্যায়। এই মর্মে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তিনি।
এর পাশাপাশি বিজেপির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তৃণমূলে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেন, "মানুষ যে দলের সঙ্গে আছেন, সুযোগ পেলে সেই দলে যোগ দেব। আমার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হয়েছে।"