মঙ্গলবার সকালে হাওড়া শিবপুর থানা এলাকায় কাজীপাড়ায় আইনজীবী তানভীর আলমকে রাস্তার উপরে কুপিয়ে খুনের চেষ্টা। গুরুতর জখম অবস্থায় তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
বাইটঃ স্থানীয় বাসিন্দা
আইনজীবী তানভীর আলম নিজের বন্ধুর সাথে বাড়ির পাশের একটি চা দোকানে জন্য দাঁড়িয়েছিলেন। সেইসময় প্রাথমিকভাবে দুজনে হেঁটে এসে তাঁর উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। বাঁ হাতে ও পিঠে গভীর ক্ষত হয়েছে।
আক্রমণের সময় তাঁকে নিজেকে বাঁচাতে আরেকজন এলে তিনিও চপারের কোপে আহত হন। দুজনেরই চিকিৎসা চলছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। ঘটনা খবর পেয়ে ছুটে আসে শিবপুর থানা পুলিশ।